এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর Funny Facebook Status In Bengali 2024 পাবেন। ফেসবুক ইউজ করে না এমন মানুষ এখন নেই বললেই চলে। আমরা সবসময় বিভিন্ন স্ট্যাটাস দিয়ে আমাদের ফেসবুক বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করি এবং সেই স্ট্যাটাস গুলো যদি সুন্দর না হয়, তাহলে লাইক বা কমেন্ট পাওয়া যায় না। তাই আমরা আপনাদের পছন্দ হবে এমন অনেক গুলো সুন্দর হাস্যকর বা মজার ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন এখানে দিয়েছি। চলুন তাহলে দেখে নেয়া যাক।
Funny Facebook Captions 2024
আমার আসলে মায়ের জন্য খুব কষ্ট হয়। পাশের বাড়ির কাকিমার সাথে ঝগড়ায় পারে না!
তাই ভাবছি মার জন্য পার্টনার হিসেবে বিয়ে করে একজন নতুন বউ নিয়ে আসবো। 😆
আজকালকার সময় মানুষ যেভাবে ক্রাশ খায়,
একটা ছাগল-গোরুও মনে হয় সেভাবে ঘাস খেতে পারে না। 😆
ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে রিল অপশন আসার পর সবাই দিন দিন ফেমাস হয়ে যাচ্ছে।
আর এদিকে যারা আমাকে চিনতো, তারাও আজকাল আমাকে ভুলে যাচ্ছে। 😆
বাবার পকেট মেরে গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনে দেয়া ছেলেটাও ফেসবুকে স্ট্যাটাস দেয় – “বাবাই আমার বটবৃক্ষের ছায়া। 😆
বউয়ের অনুরোধে সিগারেট ছাড়ার জন্য ছেলেটা বললো – ‘আজকে সিগারেট খাবো না’।
আর এদিকে বন্ধুরা বললো, দোস্ত বৌদির দিব্যি,’ একটা সিগারেট খা’ – বাকিটা ইতিহাস। 😆
আমার বান্ধবীর বাচ্চারা নাকি কার্টুন না দেখে খাবার খায় না।
এদিকে আমি এখনো ‘ঠাকুমার ঝুলি’ দেখতে দেখতে ভাত খাই। 😆
শান্তি ভাগাভাগি করার জন্য একজনকে হৃদয় দিয়েছিলাম,
শেষ পর্যন্ত সেই আমার বাকি শান্তিটুকু নিয়ে ভাগছে। 😆
আসলে আমার বন্ধু আর তার গার্লফ্রেন্ডের সব কথা শোনার পর আমি যা বুঝলাম।
ভুলটা আসলে আমারই ছিল, কেন যে ওদের কথা শুনতে গিয়েছিলাম! 😆
আজকে আমার মন খুবই খারাপ!
কারন আমার চার নাম্বার গার্লফ্রেন্ডটাও ব্রেকআপ করে নিল। 😆
যেদিন তোমার মাথার চুল পড়ে টাক দেখা যাবে,
সেদিন বুঝতে পারবে ব্রেকআপের থেকেও অনেক বেশি কষ্টের ‘চুল পড়ে যাওয়া’। 😆
‘এই তোরা আর কাল থেকে একসাথে একই বেঞ্চে বসবি না।’ – এই কথাটা যদি মাষ্টারের কাছে না শোনো,
তাহলে তোমার স্কুল লাইফটাই বৃথা। 😆
আমার ছোট বোন আর আমি মিলে হারিয়ে যাওয়া চকলেট খুঁজছি।
যেটা আমি কিছুক্ষণ আগে আমাদের পেটের ভেতর চলে গেছে। 😆
নতুন প্রেমে পড়ার পর প্রেমিকা বলছে, ‘দেখো বাবু কাক পাখিটা কত সুন্দর’ 😆
ক্লাস সেভেনের বাচ্চা ছেলেটাও তার অতীত ভুলতে চায়,
আচ্ছা ওর আবার অতীত কি ?
বিছানায় মূত্র বিসর্জন করার অতীত ? 😆
মানুষ প্রেমে পড়ার পর এমন ভাব করে প্রেমিকার প্রেম ছাড়া বাঁচতে পারে না,
এসব প্রেমিক দেখে আমার মনে হয় অক্সিজেনের আর দরকারই নেই। 😆
ভুলেও আপনার বন্ধুদেরকে বিশ্বাস করবেন না।
যেকোনো মুহূর্তে ওরা আপনার মান-সম্মান লুটে নিতে পারে। 😆
ছাত্র জীবনে আমাদের সবচেয়ে কমন অজুহাত ছিল,
“স্যার তার বউ এর সাথে ঝগড়া করে আমার খাতা দেখছে।” 😆
দশ টাকা ভাড়া বাঁচানোর জন্য বাসে উঠেছিলাম।
এদিকে মাসিরা হাততালি দিয়ে আমার কাছ থেকে বিশ টাকা নিয়ে গেল। 😆
আপনি কখনো এক বয়ফ্রেন্ডের জন্য দাবিদার দুইজন গার্লফ্রেন্ডকে দেখেছেন?
যদি দেখে থাকেন তাহলে ধরে নিন ওদের দুজনের মধ্যে বলির পাঠা, বয়ফ্রেন্ডই হবে। 😆
বিঃদ্রঃ – প্রিয় বন্ধুরা উপরের ফেসবুক ক্যাপশনগুলো মধ্যে কিছু কিছু ক্যাপশন হাসি-মজার জন্য লেখা হয়েছে, কাউকে বা কারো মনকে আঘাত দেওয়ার জন্য নয়। সুতরাং এই ক্যাপশনগুলো হাসি-মজা এবং আনন্দের সাথে নেবেন।
আমাদের লেখা এই ফেসবুক স্ট্যাটাস (FB Status Bangla) গুলো আপনাদের কাছে কেমন লেগেছে, তা আমাদের জানাবেন । আমরা প্রতিদিন নতুন নতুন Facebook Status Bangla 2024 এই ওয়েব পোর্টালে পোষ্ট করবো করবো, তাই আমাদের ওয়েব পোর্টালটি বুকমার্ক করে রাখতে পারেন ।
এছাড়াও আমরা আমাদের এই ওয়েব পোর্টালে প্রতিনিয়ত নতুন নতুন লেখা প্রকাশ করছি । তাই আমাদের সাথেই থাকবেন । আমাদের ওয়েব পোর্টালটি ভালো লাগলে, সবার সাথে শেয়ার করবেন ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
Thank You, Visit Again.
2 thoughts on “হাস্যকর বা মজার ফেসবুক ক্যাপশন – Funny Facebook Captions 2024”