বাংলা দুঃখের স্ট্যাটাস – Bangla Sad Quotes 2024

By yourquotes.in

Published on:

Bangla Sad Quotes 2024 : দুঃখ এমন এক অনুভূতি যা সহ্য করার ক্ষমতা অনেকের থাকে না । প্রিয়জনকে হারিয়ে মানুষ দিশাহারা হয়ে পরে। তবে সেই দুঃখ সবার সাথে শেয়ার করে নিলে অনেক পরিমানে কমে যায়। তাই এই দুঃখ হোয়াটস্যাপ, ফেসবুক, বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে ভাগ করে নিলে আমাদের দুঃখ, কষ্ট অনেকটাই কোন যায়। তাই আজ আমরা এরকম বেশ কতগুলো দুঃখের স্ট্যাটাস পোস্ট করছি এই দুঃখ সবার সাথে ভাগ করে মন হালকা করে নেবার জন্য।

Bangla Sad Quotes 2024

মনে কষ্ট নিয়ে বসে আছি আমি, ভাবছি শুধু তোমার কথা কোথায় আছো তুমি। তুমি কেন এভাবে কাঁদালে আমায়, সেদিন তো বলেছিলে কোনোদিনও ভুলবেন আমায়!

তোমার দু হাত জুড়ে আজ কবিতা লেখা, মেহেদির মতো রং আজ সারা বেলা, স্বপ্নের ছোয়া লাগছে যেন আজ চাঁদে, তবু চাঁদ তো আজ অনেক দূরে, তাই তোমাকে মনে পরে।

জন্ম হয় একবার মরণ হয় একবার, ভালোবাসা হয় একবার, মন ভাঙে একবার, যদি সব কিছু হয় একবার, তবে আমি কেন মিস করি বারবার?

আমি হটাৎ শুনলাম কেউ আমার কানেকানে তোমার কথা বলছে, তাকিয়ে দেখলাম কেউ নাই! তারপর আমি বুঝলাম, ওটা তো আমার হৃদয় বলছে: আই মিছ ইউ।

একটি মানুষের একটি মন, কেউ পর কেউ আপন, কেউ কাছে কেউ দূরে,কেউবা আবার হৃদয় জুড়ে, তোমায় শুধু মনে পরে, কেন তুমি অনেক দূরে?

জোসনা ভরা গভীর রাতে, কথা বলি চাঁদের সাথে, চাঁদকে বলি চুপটি করে, যাবি তুই জানের ঘরে, গিয়ে তুই বলবি তারে, তার কথা খুব মনে পরে।

তোমাকে দেখেছি রোদ্র ভরা দিনে, তোমাকে দেখেছি বৃষ্টি ভেজা দিনে, তোমাকে দেখেছি জোস্না ভরা রাতে, এই দিনগুলো ঘুরে ঘুরে আসে, এর আমি তোমাকে মিস করে যাচ্চি বাড়ে বাড়ে।

এখনো তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখনো তুমি আছো আমার হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে অস্থিরতা এখনো আমি বুঝি, এখনো আমি লোকালয় ছেড়ে নির্জনতায় তোমাকেই খুঁজি।

খুব দূরে হারিয়ে গেলে একটু খুঁজবে কি আমায়, অনেক দিন দেখা না হলে একটু ভাববে কি আমায়, আর কোনো দিন ফিরে না আসলে মনে রাখবে কি আমায়, খুব মিস করছি আমি তোমায়।

ও প্রাণ পাখি আছো কোথায়? আমার মন যে খুঁজে তোমায়, তোর দেখা না পেলে মনটা হচ্ছে দিশে হারা, করছি শুধু মিস একবার দেখা দিস।

তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি, হয়তো জানোনা, জানবেই বা কি করে, তুমিতো কোনো দিন আমাকে বোঝার চেষ্টা করো নি, একবার ভালোবেসে দেখো, তোমার জন্য আমার জীবনটা দিতে পারি।

ঝরা পাতার বুকের কথা, কে জানতে চায়? গাছের নিচে পরে থেকে নষ্ট হয়ে যায়, মনের কথা মনেই থাকে, কষ্ট হয় খুব, চোখের জল অঝোরে ঝরে, তবু থাকি চুপ।

কষ্টে ভরা জীবন আমার, দুঃখ ভরা মন, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন! তারার সাথে থাকি আমি, চাঁদের পাশাপাশি, আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি!

সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি, আমার কষ্টের ভাগ নিতে কেউ হয়না রাজি, এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা, শান্ত নদীর মাঝে আমি তাই একা।

মনে কষ্ট নিয়ে বসে আছি আমি, ভাবছি শুধু তোমার কথা কোথায় আছো তুমি। তুমি কেন এভাবে কাঁদালে আমায়, সেদিন তো বলেছিলে কোনোদিনও ভুলবেন আমায়!

Bengali Sad Status: Sadness is an emotion every human has to go through. Most of the time young people get sad when they break up with someone. it’s hard to forget the memories of someone. The pain of a breakup is unbearable. Sharing your grief with the entire world dramatically reduces the pain in such sad moments. So for such moments to convey the emotions to everyone, we came up with lots of Bengali Sad Statuses. Share them on your Facebook, or WhatsApp.

 বাংলার এই সেরা সব কোটসগুলো আপনাদের ভালো লাগলে, শেয়ার করতে ভুলবেন না। ..

ভালো থাকুন, সুস্থ থাকুন।

Thank You, Visit Again.

yourquotes.in

Leave a Comment